বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

HTML02 color

বন্ধুরা কেমন আছেন ?আশা করি ভাল ।অনেক ব্যাস্ততার কারনে কিছুদিন লেখা হয়নি আজ আবার লিখছি ।আজও HTML নিয়ে আলোচনা করব।আগের মত আপনার computer এ Macromedia Dreamweaver রান করে code mode নিয়ে আসুন


এবার নিচের code টুকু copy করে দুই body এর মাঝখানে paste করুন


<p style="background-color:#999999">
Your company
</p>
<p style="background-color:rgb(300,300,0)">
Your company
</p>
<p style="background-color:blue">
Your company
<p style="background-color:green">
Your company
</p>


আসুন code টুকু বোঝার চেষ্টা করি
<p style="background-color:#999999">
Your company
</p>


এখানে বলা হচ্ছে backgroundএর color হবে #999999 অথাৎ output এ যে color টা দেখছি আপনার ইচ্ছা মত color code পরিবর্তন করতে পারেন।
আপনি আরও দুই ভাবে background-color দিতে পারেন

তার জন্য পরের code টুকু দেখুন

<p style="background-color:rgb(300,300,0)">
Your company
</p>

এখানে বলা হচ্ছে background-color হবে rgb(300,300,0) এটাও আপনার ইচ্ছা মত পরিবর্তন করতে পারেন।

Background-color দেয়ার তৃতীয় পদ্ধতি হল আপনি যে color ব্যবহার করবেন তার নাম লিখে যেমন


<p style="background-color:green">
Your company
</p>


এখানে বলা হচ্ছে background-color হবে green আপনি চাইলে blue,red,gray ইত্যাদি ব্যবহার করতে পারেন।

এবার design mode এ দেখুন ঠিক এই রকম



এখন আগের মত save as থেকে Name: index.html এবং save as type HTML দিয়ে Save করুন।
ব্যস শেষ দেখেলন তো HTML কত সহজ।
                                             
                                                           আল্লাহ হাফেজ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন